দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মুজিববর্ষের গৃহ নির্মাণ করতে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে বাধা দিয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ইউএনওসহ তার নিরাপত্তা কর্মী, সরকারি কাজে নিয়োজিত শ্রমিক ও সরকারি কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। প্রায় দুই ঘন্টা সন্ত্রাসীরা ইউএনওক অবরুদ্ধ করে রাখে।
পরে ইউএনও অবরুদ্ধকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্র জানায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজার ১নং খতিয়ানভুক্ত ৮৪ শতক জমিতে ইতিমধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ৫টি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে পূর্বের নির্মাণকৃত ৫টি ঘরের পাশে আরো ১০টি গৃহ নির্মাণের কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করলে ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কালাবাড়িয়া গ্রামের গৌর মাখাল, নিমাই সিং ও গোবিন্দ সিং এর নেতৃত্বে কয়েকশত সন্ত্রাসী লাঠি, দা ও বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গৃহ নির্মাণে কর্মরত শ্রমিক ও সরকারি কর্মচারীদের বাধা প্রদান করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে জানালে তিনি ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তাকেও অবরুদ্ধ করে রাখে।
তারা এ সময় ওই এলাকায় কোন ঘর করতে দেবেনা এবং অন্য ধর্মের লোক বসবাস করতে দেবেনা বলে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে অবরুদ্ধকারীদের হামলায় ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা প্রকল্প অফিসের অফিস সহায়ক খায়রুল ইসলাম ও নির্মাণ শ্রমিক কাওছার আলী আহত হয়। স্থানীয় এক জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই কাজে বাধা প্রদান করেছে বলে স্থানীয়রা জানায়।
ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী জানান, রামনাথপুর মৌজার ১নং খতিয়ানে ইতিপূর্বে বন্দোবস্তকৃতদেরকে কোন প্রকারের উচ্ছেদ না করে বন্দোবস্তকৃত জমির পাশে পতিত ১নং খতিয়ানভুক্ত জমিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহ নির্মাণ কাজে বাঁধা প্রদান করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর গৃহহীনমুক্ত দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি সেখানে এ ধরনের ঘটনা দুঃখজনক। সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ইউএনও আরো জানান, সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, পূর্বের বন্দোবস্ত দেয়া জমির পাশে ১নং খাস খতিয়ানভুক্ত অনেক জমিতে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।