দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম সেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ মোস্তফা।
সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবী আর. কে. বাপ্পার সঞ্চালনায় পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কাদের মহিউদ্দীন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক মুকুল, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।