দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা রিপোর্টার্স ক্লাবে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরে অবস্থিত দেবহাটা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে উপজেলার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য জি.এম আব্বাসউদ্দীনসহ প্রমুখ।
সভায় সাংবাদিকবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সাথে একমত পোষণ করে তাদের সকল সমস্যা সমাধানসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলো সাংবাদিকদের লিখনের মাধ্যমে তুলে ধরার আহবান জানান।