দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনে ২০২৩ শিক্ষা বর্ষের ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার ভর্তি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মদন মোহন পাল।
এবছর ষষ্ঠ শ্রেণিতে ছাত্র ও ছাত্রী মোট ১৩০ জন, ৭ম শ্রেণিতে ১৪ জন, ৮ম শ্রেণিতে শুধু ছাত্র ৫ জন, ৯ম শ্রেণিতে ছাত্র ১৪, ছাত্রী ৫ জনসহ শূন্য আসনে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। ভর্তি ফরম ১৬ নভেম্বর বুধবার থেকে বিক্রি শুরু হবে। কেনা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত