নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে আমন মৌসুমে সমলয় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ১৫০ বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে ধান লাগিয়ে দেয়ার কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেন। তিনি বলেন, বর্তমানে কৃষিতে উন্নত চাষের মাধ্যমে বিশেষ কৃষি যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অল্প শ্রমিক দিয়ে অধিক ফসল ফলানো সম্ভব। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক সাজ্জাদ হোসেন, প্রতাপ মন্ডল, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আলী প্রমুখ।
