নিজস্ব প্রতিবেদক
শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ানে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগের নেতা আলহাজ ফিরোজ খান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুদ রানাসহ নেতৃবৃন্দ।