মণিরামপুর প্রতিনিধি
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের অগ্রযাত্রায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিভিল প্রশাসনের, বৈমানিক, বিচার বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে নারীরা সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে চলেছেন।
বুধবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসন ও জাতীয় নারী সংস্থার আয়োজনে নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন ও অগ্রগতির মূলধারায় নারীদেরও সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ওসি শেখ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার প্রমুখ।
২ Comments
Pingback: তিন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের দুঃসাহসিক যুদ্ধ দিনের গল্প শুনলেন দুই শতাধিক শিক্ষার্থী
Pingback: শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির