নিজস্ব প্রতিবেদক
যশোর কমিউনিটির উদ্যোগে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. রাইয়ান হাসার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী পরিষদ সদস্য সনজিত চক্রবর্তী, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ সান, প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম, সদস্য গাজী সোহেল আরমান, অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, জেসিনা মুর্শীদ প্রাপ্তি।
যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. রাইয়ান হাসান জানান, সবাই একত্রিত হয়ে নতুন উদ্যামে এগিয়ে যেতে হবে। যশোরকে সিটি করপোরেশন, লাল দীঘির সংস্কার, ভৈরব নদীর পুনঃরুদ্ধার, আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এ সভায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, প্রশাসনকে দ্রুত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সংস্কার করার জন্য আপামর জনতা যেভাবে রাস্তায় নেমেছিলো একইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন নিতে হবে।
অন্যতম প্রধান সমন্বয়ক জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, শুনতে ভয়, দেখতে ভয়, বলতে ভয়, লিখতে ভয়। স্বাধীনতার এতগুলো বছর পরে এসেও যদি মানুষের বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা না থাকে তাহলে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেন বাংলাদেশ অর্জিত হয়েছিল। স্বাধীনতা অর্জন করলেও আমাদের দেশ কিন্তু সংস্কার হয়নি। আমরা দেশ সংস্কার করতে নেমেছিলাম। আমাদের এই সংস্কারের কাজটি বর্তমানেও চলমান রয়েছে। সবাই একত্রিত হয়ে যেমন আন্দোলন করেছি তেমন এখনো একত্রিত হয়ে দেশের কাজ করবো।