নিজস্ব প্রতিবেদক
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন সকাল ছয়টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কয়েক দিনের ঘন কুয়াশা ও হাড় কাঁপানো বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দিনমজুর শ্রেণির নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টার দিকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা দেশের সর্বনিম্ন। এই তাপমাত্রার পাশাপাশি কয়েক দিন ধরে রাতে ও সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে গোটা এলাকা। আর সেই সাথে হাড় কাঁপানো বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দিনমজুর শ্রেণির নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে।
শহরের রায়পাড়া এলাকার রিকসা চালক জিহাদ আলী জানান, শীতের সাথে বাতাসে হাড় কেপে যাচ্ছে। গরমের সময় রিকশা নিয়ে বাড়ি থেকে সকাল ৬টায় বের হলেও এখন শীতের মধ্যে বের হতে বেলা ১০টা থেকে ১১টা বেজে যাচ্ছে। তারপরও বাতাসে দাঁতে বাড়ি লাগছে। ভাড়াও কম হচ্ছে। এতে রোজগার কমে গেছে।
এদিকে, শীত ও ঠান্ডা বাতাসের কারণে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে আসেননি। শহরের সড়কে আজ তুলনামূলক যানবাহনও কম দেখা গেছে। বৃহস্পতিবারও যশোরে তাপমাত্রা কম থাকবে এবং শীতের মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া দপ্তর।