নিজস্ব প্রতিবেদক: দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৫ তম রুশ বিপ্লব উপলক্ষে রোববার বিকালে যশোর শহরের টাউন হল মাঠে সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখা।
যশোর শাখার আহ্বায়ক কমরেড শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধার বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, সফিউর রহমান সফি, বাংলাদেশের ওয়াকার্স পাটির (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ইকবাল কবীর জাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশ থেকে টাকা পাচার হবার কারণে ডলার সংকট হয়েছে। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশে কোন গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। দেশে এখন ধনীদের রাজত্ব চলছে। আর খেটে খাওয়া মানুষ আরও গরিব হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
আরও পড়ুন: নৌকার আদলে নির্মিত হচ্ছে মঞ্চ