নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি
বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে নিহত হন মালয়েশিয়াপ্রবাসী শাহানুর রহমান। মৃত্যুর ২৩ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। শাহানুর রহমান (২২) যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছোট ছেলে ও রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার উপজেলার ঝাঁপা ইউনিয়ন প্রতিনিধি সিরাজুল ইসলামের ভাইপো।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে হানুয়ার গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। শাহানুরের বাবাও মালয়েশিয়াপ্রবাসী।
পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানান- রাজগঞ্জের হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়াপ্রবাসী। দুই সন্তানের মধ্যে শাহানুর ছোট। তিনি এক বছর আগে মালয়েশিয়ায় যান। পেনাংয়ে বাবার সঙ্গে থাকতেন । বাবা-ছেলে একই কারখানায় রাজমিস্ত্রীর কাজ করতেন। গত ৮ নভেম্বর শাহানুর কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে নিহত হন। শাহানুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।