নিজস্ব প্রতিবেদক
দেশে সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু করতে সংসদে দাবি জানিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ওবামা কেয়ার, ভারতে রাজীব গান্ধী স্কিম প্রকল্পের মতো আমাদের দেশেও একটি স্কিম চালুর প্রয়োজন। মঙ্গলবার (১১ জুন) দ্বাদশ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ দাবি জানান।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি তুহিন বলেন, আমাদের দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং জটিল রোগের (ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগ) চিকিৎসা ব্যয় নির্ভরের জন্য সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সুস্থ-সবল ও কর্মঠ জনগোষ্ঠীর সমন্বয়ে ২০৪১ সাল এবং তার পরবর্তি সময়ে স্বাস্থ্যবান এবং দক্ষ মানবসম্পদ গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পার্শ্ববর্তি দেশ এবং অন্যান্য উন্নত দেশের আদলে আমাদের দেশেও মাননীয় প্রধানমন্ত্রীর নামানুসারে ‘শেখ হাসিনা সার্বজনীন স্বাস্থ্যবীমা’ চালুর দাবি জানাচ্ছি। যেমন উন্নত বিশ্বে ওবামা কেয়ার, ভারতে রাজীব গান্ধী স্কিম, ন্যাশনাল হেলথ সার্ভিস স্কিম নামে বিভিন্ন প্রকল্প চালু আছে। এটার সম্ভাব্যতা যাচাই করে দেশে এ ধরণের একটি স্কিম চালুর জোর দাবি জানাচ্ছি।
এছাড়া তিনি ঝিকরগাছায় ফুলের জন্য ও চৌগাছায় সবজির জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান। পাশাপাশি ঢাকার সঙ্গে রেল যোগাযোগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারেট ভ্যান যুক্ত করার দাবি জানান। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারেট ভ্যান দিলে দেশের ৭০ ভাগ উৎপাদনস্থল গদখালীর ফুল ও চৌগাছার সবজি মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। এ দিন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগেরও দাবি জানান এই সংসদ সদস্য।