নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনির্বাচিত কর্মচারী সমিতির প্রথম সাধারণ সভায় দেশ ও বিশ^বিদ্যালয়ের স্বার্থে কর্মচারীদের আরও দক্ষতা অর্জন করে কাজ করতে বলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে নবনির্বাচিত কর্মচারী সমিতির প্রথম সাধারণ সভায় কর্মচারীদের দক্ষতার সাথে কাজ করে বিশ^বিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরতে বলেন যবিপ্রবির উপাচার্য।
সাধারণ সভায় কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বিশ^বিদ্যালয়ের আইনের মাধ্যমে যে সকল দাবি কর্মচারীদের রয়েছে তা সব পূরণ করা হবে। তোমরা শুধু তোমাদের কাজ সঠিকভাবে পালন করো। তোমরা যদি স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মচারী হতে পারো, তবে এই বিশ্ববিদ্যালয় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
সভায় কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ। সভা পরিচালনা করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে. এম আরিফুজ্জামান সোহাগ।