নিজস্ব প্রতিবেদক
দৈনিক কল্যাণের কম্পিউটার বিভাগের প্রধান সাগর সাঈদের পিতা ব্যবসায়ী আলহাজ্ব আবু আশরাফ (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না.. রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। এর আগে তিনি শহরের এইচএমএম সড়কের বাসিন্দা ছিলেন।
গতকাল বাদ আসর মোল্লাপাড়া ঈদগাহে জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আরেক ছেলে আবু সাদ শাওন গ্রামের কাগজের কম্পিউটার বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।
জানাজায় শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইকবাল কবির জাহিদ, বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সাগরের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপক সম্পাদক এজাজ উদ্দিন টিপু। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কল্যাণ পরিবার।