নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রাচীন সংবাদপত্র দৈনিক কল্যাণের গুণীজন সম্মাননা আজ। এবছর সম্মাননা পাচ্ছেন দুই গুণীজন। তাদের একজন বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্ত লেখক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। অপরজন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ার হোসেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বর্তমান উপাচার্য।
আজ বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হবে এই গুণীজন সম্মাননা। দৈনিক কল্যাণের প্রকাশনার ৩৮ বছর পদার্পণ উপলক্ষে তাদেরকে সম্মাননা জানানো হচ্ছে। এখন থেকে প্রতি বছর গুণীজন সম্মাননা প্রদান অব্যাহত রাখবে পত্রিকাটি।
গত ১৫ ফেব্রুয়ারি ছিলো দৈনিক কল্যাণের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন এবছরের গুণীজনদের সম্মাননা দেয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু জাতীয় পদকের গ্রহণের জন্য এই গুণী ব্যক্তিদ্বয় ঢাকায় অবস্থান করছিলেন। যে কারণে বিলম্ব হলো এবারের গুণীজন সম্মাননার আয়োজন।
যশোরের গর্ব খ্যাতিমান কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন এবছর বাংলা একাডেমি সাহিত্য পদক পেয়েছেন। দেশের বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন একুশে পদক পেয়েছেন। তারা এবছরের দৈনিক কল্যাণের গুণীজন।
সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অতিথি থাকবেন যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সভাপতিত্ব করবেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ- দ্দৌলা।