নিজস্ব প্রতিবেদক
দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রোববার গভীর রাতে তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এহসান-উদ-দৌলা মিথুন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার ছেলে।
পত্রিকা দপ্তরে কর্মরতরা জানিয়েছেন, শনিবার দিনভর অফিসে ব্যস্ত ছিলেন এহসান-উদ-দৌলা মিথুন। রাতে অফিসে থাকার সময় বুকে ব্যাথা অনুভব করলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। রোববার রাত ৮ টার দিকে তাকে নিয়ে পরিবারের স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক অধ্যাপক এমএ রশীদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হবে। এদিকে তার আশু রোগমুক্তি জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে দৈনিক কল্যাণ পরিবার।
অন্যদিকে আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ। প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ তাঁর আশু রোগ মুক্তি কামনা করেছেন এবং সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
