গত ১৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে দৈনিক কল্যাণ-এ অনলাইন ও প্রিন্ট ভার্সনে “পোশাকের আড়ালে মাদক ব্যবসা করে দিপু-রোজি দম্পত্তির উত্থান”-ঢাকার গুলশান থানায় মামলার পর লাপাত্তা তারা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে যে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি যশোর শহরের আর.এন রোডে ২০২১ সালে সাড়ে পাঁচ হাজার অসহায় ও দুঃস্থ নারী কর্মী নিয়ে মনপুরা বুটিক নামে একটি ফ্যাশান হাউজের যাত্রা শুরু করি । আমি সরকারের সকল ব্যবসায়ীক আইন-কানুন মেনে বিগত ৩ বছর ধরে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি সরকারকে সর্বোচ্চ ভ্যাট (২০২১ সালে ৬৫ হাজার ৫শ’ ২২ টাকা, ২০২২ সালে ৩ লাখ ৯১ হাজার ৪শ’ ৬০ হাজার ও চলমান ২০২৩ সালে ৩ লাখ ৯০ হাজার ৩শ’ ৯৫ টাকা) প্রদান করেছি । গত ৩ বছর আমি অনেক প্রতিকূলতা পার করে যে প্রায় সাড়ে ৫ হাজার অসহায় ও দুঃস্থ নারী কর্মী নিয়ে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আমার ব্যবসার যে প্রসার ঘটিয়েছি যা (আমার) একটি অনলাইন পেজের মাধ্যমে আজ বিশ্বের ৩৪টি দেশে পোশাক রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত হয়েছি । মাদক ব্যবসা, গুলশান থানায় মামলা ও আমি পলাতক রয়েছি উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে যা আদৌ সত্য নয়। আমি কোন মাদক ব্যবসার সাথে জড়িত নয়। আমি একজন সাধারণ নারী উদ্যোক্তা হিসেবে অসহায় ও দুঃস্থ নারী কর্মী নিয়ে অনলাইন ভিত্তিক একটি বুটিক হাউজ পরিচালনা করে আসছি। উক্ত সংবাদে আমার বুটিক হাউজ নিয়ে যা উল্লেখ করা হয়েছে যা সঠিক নয়, সম্পূর্ণটা মিথ্যা। আমার নামে কোন থানায় মামলা নাই, আমি স্বয়ং সশরীরে উপস্থিত থেকে বর্তমানে আমার শো-রুমের ব্যবসা পরিচালনা করছি এবং ব্যবসা প্রসারের স্বার্থে ফেসবুকে লাইভ করছি। সেখানে পলাতক থাকার কোন প্রশ্নই আসে না। আমি বিগত ৩ বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যে সফলতা অর্জন করেছি তা দেখে ঈষান্বিত হয়ে ব্যবসায়ীক ক্ষতিসাধনের উদ্দেশ্যে একটি মহল আমার ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার হীনমানসে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে । আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মিথ্যা তথ্য সম্বলিত ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করানোর জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি ।
কানিজ ফাতিমা লিজা
সত্বাধিকারী- মনপুরা বুটিক
আর.এন রোড, যশোর ।