নিজস্ব প্রতিবেদক
যশোরের প্রাচীন দৈনিক কল্যাণ পরিদর্শন করেছেন পিআইডির কর্মকর্তারা। শুক্রবার (৭ মার্চ) বিকেলে তথ্য অধিদফতর-পিআইডির উপপ্রধান তথ্য অফিসার (নিউ মিডিয়া) নাসরীন জাহান লিপির নেতৃত্বে প্রতিনিধিরা কল্যাণ অফিস পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা পত্রিকার বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিনিয়র তথ্য অফিসার জোবায়ের হোসেন, উচ্চমান সহকারী ডালিম উদ্দিন ও যশোর জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
মতবিনিময়কালে উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল, ই-পেপার, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রিন্ট ভার্সনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সবশেষে তিনি পত্রিকায় কর্মরতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক তবিবর রহমান, সহ-সম্পাদক রেজওয়ান বাপ্পী, সিনিয়র প্রতিবেদক লাবুয়াল হক রিপন, ক্রীড়া বিভাগের প্রধান এমএ রাজা, প্রধান ফটো সাংবাদিক ইলিয়াস সাজু বাদশা, অনলাইন ইনচার্জ রায়হান সিদ্দিক, ভিডিও বিভাগের সাচ্চু খান, অনলাইন বিভাগের নিজস্ব প্রতিবেদক পাপিয়া মল্লিক, ব্যবস্থাপক কামরুজ্জামান বিদ্যুৎ, কম্পিউটার বিভাগের প্রধান এসএ সাগর, সহকারী সার্কুলেশন ম্যানেজার রিপন মুখার্জীসহ পত্রিকার কর্মকর্তা-কর্মচারীরা।