নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলজুড়ে দৈনিক কল্যাণ কুইজের আয়োজন করেছে। প্রথম পর্বের কুইজের ড্র রোববার অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কল্যাণ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, উপদেষ্টা সম্পাদক রুকুনউদ্দৌলাহ, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, বার্তা সম্পাদক এইচআর তুহিন প্রমুখ।
মোট চার পর্বের কুইজ অনুষ্ঠিত হবে। কুইজের প্রথম পর্বে পাঁচ জ
ন বিজয়ী নির্ধারণ করা হয়। আর চার পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে বিশ্বকাপ শেষে হবে মেগা ড্র। গতকাল ড্র শে
ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান মিঠুসহ অন্যরা।
প্রথম পুরস্কার মোবাইল ফোন জিতেছেন যশোর শহরের লোন অফিসপাড়ার শারমিন আক্তার। শারমিন আক্তার প্রথম পুরস্কারের সাথে পেয়েছেন পঞ্চম পুরস্কারও।
দ্বিতীয় পুরস্কার জিতেছেন একই এলাকার ফেরদৌসী বেগম, সদরের ফতেপুর এলাকার সামিন আল রাফিদ পেয়েছেন তৃতীয় পুরস্কার ও শহরের বেজপাড়ার (গুলশান মোড়) তারিক হাসান পেয়েছেন চতুর্থ পুরস্কার।