নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডের প্রয়াত সেকশন অফিসার শহরের শংকরপুর সন্যাসী দিঘীরপাড় এলাকার বাসিন্দা আবদুল মোনায়েমের স্ত্রী তাহেরা খাতুন (৭৯) বুধবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা মোবারককাটি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রয়াত আবদুল মোনায়েমের বড় ছেলে মাকসুদ আল হাবিব জানান, তার মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাহেরা খাতুন দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহর বড় ভাবি এবং ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের বড় চাচী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কল্যাণ পরিবার।
এদিকে, মরহুমার জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ শহর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মৃত্যুর সংবাদ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে চেয়ারম্যান প্রফিসর ড. আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদসহ বোর্ড কর্মকর্তারা তাকে দেখতে মরহুমার বাড়িতে উপস্থিতিতে হন।