নিজস্ব প্রতিবেদক
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে শহরের একতা হসপিটালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের চিকিৎসক মধুসূদন মন্ডল জানান, বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সেই অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান,
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য গোপীনাথ দাস ও শাহাবুদ্দিন আলম, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, জেলা হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদার প্রমুখ।