নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের বাশিনুর নাহার। তার নিকটতম প্রার্থী কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম ৫৫ হাজার ০১৫ ভোট পেয়েছেন।
এই উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাঁস প্রতীকের শিল্পী খাতুন ৩২ হাজার ১৫৮ ভোট পেয়েছেন।