নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টিকে থাকতে বড় জয়ের কোন বিকল্প ছিল না উপশহর ক্রীড়া চক্রের সামনে। তবে সেই জয় আর পাওয়া হয়নি। নিজেদের শেষ ম্যাচে তারা গ্রীন ডায়মন্ডের কাছে হেরেছে। এই হারে বৃষ্টির কল্যাণে দুই ম্যাচে পাওয়া দুই পয়েন্ট নিয়ে সবার আগে নেমে গেল দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে। আগামী মৌসুমে দলটিকে দেখা যাবে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে।
রেলিগেশনের শেষ ম্যাচে মুখোমুখি হবে দি নিউ স্টার ক্লাব ও মুন্সী এরশাদ স্মৃতি ক্রিকেট ক্লাব। এই ম্যাচে বিজয়ী দল টিকে যাবে প্রথম বিভাগে।
রোববার শামস্-উল হদা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের চার বল বাকি থাকতে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান করে। পরে ব্যাট করতে নেমে ৩২ ওভার এক বল শেষে ১০৯ রানে গুটিয়ে যায় উপশহর ক্রীড়া চক্রের দলীয় ইনিংস। ৩৯ রানের জয়ে প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করেছে গ্রীন ডায়মন্ড।
ব্যাট হাতে গ্রীন ডায়মন্ডের ইয়াছির আরাফাত ৪৭ বলে দু’টি চারে ১৬, আলামিন জুয়েল ৬৮ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩৭, মাসুদ রানা ৩৬ বলে একটি চারে ১৪, সুজন ২৮ বলে তিনটি চারে ২৫ ও নয়ন হোসেন ১১ বলে একটি চার ও ছয়ে ১৩ রান করেন।
বল হাতে উপশহর ক্রীড়া চক্রের অপু ও ইয়াছিন ২৫, আল মামুন ২৭ এবং আবু সাঈদ ২৪ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আরমান ও আমিনুর।
ব্যাট হাতে উপশহর ক্রীড়া চক্রের ওমর ৩৪ বলে তিনটি চারে ২২, আরমান ৪৩ বলে ১৪, অপু ৫৫ বলে দু’টি চারে ৩১ রান করেন। বাকি ব্যাটাররা পারেননি দু’অঙ্কের ঘরে যেতে। বল হাতে গ্রীন ডায়মন্ডের নয়ন হোসেন ২০ রানে চারটি, আলামিন জুয়েল ১৮ রানে তিনটি, তাওহিদ হাসান, সুজন ও মাসুদ রানা নিয়েছেন একটি করে উইকেট।