নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে বুধবারের দুই ম্যাচে জয় পেয়েছে থ্রি ব্রাদার্স যুব সংঘ ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। শামস্-উল হুদা স্টেডিয়ামে থ্রি ব্রাদার্স পাঁচ উইকেটে এসএস ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ৭ উইকেটে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে পরাজিত করে।
সকালে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে নয় উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় থ্রি ব্রাদার্স।
ব্যাট হাতে এসএস ক্রিকেট একাডেমির অরণ্য কুন্ডু ১৬ বলে চারটি চারে ২৩, রূপম ২২ বলে দু’টি চারে ১৫ ও মারুফ হোসেন ৩৫ বলে চারটি চারে ৩৪ রান করেন। বল হাতে থ্রি ব্রাদার্সের ইশান ২১ রানে তিনটি, জুবায়ের রহমান পাঁচ ও অরণ্য কুমার ১৩ রানে দু’টি করে এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মাহামুদুল হাসান ও অর্পন ব্যানার্জি।
থ্রি ব্রাদার্সের ব্যাটিং ইনিংসে অর্পন ব্যানার্জি ৪১ বলে ১৮, সিজান মাহমুদ ২৬ বলে একটি চারে ১৫, সজীব শাহারিয়ার ৩৫ বলে দু’টি চারে ২২ ও আরিয়ান রহমান ২৪ বলে একটি চারে অপরাজিত ১৫ রান করেন।
বল হাতে এস এস ক্রিকেট একাডেমির অরণ্য কুন্ডু, ওয়ালিদ ও শাহিন শাহাজী নিয়েছেন একটি করে উইকেট।
একই স্থানে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। যা আর তারা কাটিয়ে উঠতে পারেনি। ২৫ ওভারের এ ম্যাচে তারা ১৪ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করে। পরে ব্যাট করতে নেমে ১০ ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট।
যশোর ক্রিকেট কোচিংয়ের কোন ব্যাটারই দুই অঙ্কের স্পর্শ করতে পারেননি। চার ব্যাটার আউট হয়েছেন শুন্য রানে। সর্বোচ্চ ২৬ রান এসেছে অতিরিক্ত থেকে।
ক্লেমনের বোলার সাকিরুল আলম ১৯ রানে নিয়েছেন পাঁচটি উইকেট। জায়েদ ইবনে সাবিদ ১২ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাদমান ইসলাম ও আশিকুর রহমান।
ক্লেমন আছিয়া ক্রিকেটের ব্যাটিং ইনিংসে সাদাত কামাল মৃদুল ১২ বলে পাঁচটি চারে ২৭ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ করে ১২ রান। বল হাতে যশোর ক্রিকেট কোচিংয়ের লিখন ২০ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন আল জান্নাত জাহিদ।
