ক্রীড়া প্রতিবেদক:
যশোর ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। ইতোমধ্যে দলবদল সম্পন্ন হয়েছে। ১২টি দল নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল। এছাড়া দলে বহিরাগত ক্রিকেটার নেয়ার সুযোগ রাখা হয়েছে। কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে মাঠে। তবে তার আগে কে কেমন দল গড়লো তা জানার চেষ্টা করেছেন দৈনিক কল্যাণের ক্রীড়া প্রতিবেদক এম এ রাজা। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় দিনে থাকছে ফাইভ স্টার ক্লাব।
খেলায় জয় পরাজয়ের থেকে মাঠে উপস্থিত থাকা ও উপভোগ করায় ফাইভ স্টার ক্লাবের মূলমন্ত্র। কেননা মাঠে থাকা সময়টাতে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। যুব সমাজকে অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্য ১৯৮৩ সালে যশোর শহরের বেজপাড়া-নিরালা পট্টি-ষষ্ঠীতলা পাড়ার প্রয়াত নাজমুল হোসেন বাবুল, শফিয়ার রহমান শফি (শফি দাদু), শেখ কামাল উদ্দিন, শেখ মঈন উদ্দিন, সাইদুর রহমান অন্টা, শরিফুল আলম রুমি,শেখ মিজান উদ্দিন, মাসুক হাসান জয়, সুজল মন্ডল, আফজাল হোসেন, সংগ্রাম, শেখ নুর উদ্দিনের উদ্যোগে গড়ে উঠে ফাইভ স্টার ক্লাবের।
যাত্রা শুরুর ৩৩ বছর অপেক্ষার পর ২০১৫-১৬ মৌসুমে ক্লাবটি যশোর ক্রিকেট লিগের শীর্ষ পর্যায়ের শিরোপা নিজেদের শোকসে ভরে। এরপরের কয়েক মৌসুম টিকে থাকার মতো দল গড়ে। তবে এবার শিরোপা লড়াইয়ে থাকার মতো ভারসাম্যপূর্ণ দল গড়েছে। তারা প্রথমে সুপার ফোর নিশ্চিত করতে চায়। সেই লক্ষ্যে খেলোয়াড় সংগ্রহে চমক দেখিয়েছে দলটি। গড়েছে দারুণ ভারসাম্যপূর্ণ দল।
চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব থেকে খুলনা বিভাগীয় দলের ওপেনার হাসানুজ্জামানকে দলে ভিড়িয়েছেন। ওপেনিংয়ে হাসানের সাথে দেখা সর্বশেষ লিগের প্রথম সেঞ্চুরিয়ান ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হাবিবুর রহমান পিয়াসকে। তবে সর্বোচ্চ দশ রান সংগ্রহকারীর মধ্যে পিয়াসের স্ট্রাইকরেট ছিল সর্বনিম্ন।
এই দুজনের পর টপ অর্ডারে দেখা যাবে যশোর জেলা দলের অভিজ্ঞ অলরাউন্ডার এসএম আব্দুল্লাহ আল মামুন রাজু। মিডল অর্ডারে দেখা যাবে আল আমিন ও তারেক মাহমুদ শুভ্রকে। আল আমিন ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রায়ের বাজার হয়ে খেলেছেন। শুভ্র খেলেছেন ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। ২০০ এর অধিক রানের সাথে বল হাতে নিয়েছিলেন ১৩ উইকেট। দলের উইকেট কিপারের দায়িত্বে থাকবেন বিল্লাল হোসেন ও রাকিবুল ইসলাম।
স্পিন বিভাগের নেতৃত্ব দিবেন গত আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান। বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ দলের সদস্য মাহফুজ ৫ ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট। মাহফুজের সাথে দলের দেখা যাবে লেগ স্পিনার নাঈমুর রহমান কৌশিককে। সর্বশেষ আসরে আসাদ স্মৃতি সংঘে খেলা কৌশিক লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে দারুন দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই দুজনের সাথে দলে আছেন বাঁহাতি স্পিনার নির্জন ফারাজী ও দেবাশীষ বিশ^াস দেবা
পেস বিভাগে আছেন অপু খান, আল আমিন, তাহসিন আহমেদ ও শুভ চৌধুরীকে।
ক্লাব কর্মকর্তা শামীম এজাজ বলেন, এবার আমরা ব্যালেন্স দল গড়েছি। প্রথমে সুপার ফোর নিশ্চিত করতে চায়। তারপর যদি সুযোগ হয়; চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো।
ফাইভ স্টার ক্লাব দল : মেহেরাব হোসেন অপু, রমজান আলী, হাসানুজ্জামান, শিপন হোসেন, মাহাফুজুর রহমান, অরুপ সিংহ রায়, আল আমিন (পেসার), তৌফিকুর রহমান, বিল্লাল হোসেন, নির্জন ফারাজী, দেবাশীষ বিশ^াস দেবা, ইসরাফিল হোসেন, হাবিবুর রহমান পিয়াস, এসএম আব্দুল্লাহ আল মামুন রাজু, নাঈমুর রহমান কৌশিক, অপু খান, তাহসিন আহমেদ, শুভ চৌধুরী, আল আমিন, তারেক মাহমুদ।