নিজস্ব প্রতিবেদক: লিগের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন চৌগাছা ক্রিকেট একাডেমির সিন ও সোহাগ। লিগের একমাত্র দেড়শ ছাড়ানো ইনিংসটি আসে সোহাগের ব্যাট থেকে। এছাড়াও আরও একটি ফিফটি তুলে নেন সোহাগ। অপরদিকে দলের গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী বেশ কিছু ইনিংস খেলেন সিন। মূলত এই দুজনের ব্যাটের উপর ভর করে যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের ফাইনাল নিশ্চিত করে চৌগাছা ক্রিকেট একাডেমি।
বুধবার ফাইনাল ম্যাচে দুজনই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। উভয়ের ব্যাট থেকে এসেছে ১২ করে রান। এতে শামস্-উল-হুদা স্টেডিয়ামে বেনাপোল ক্রিকেট অ্যাকডেমির দেয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৫ রানে থামে চৌগাছার দলীয় ইনিংস। চৌগাছাকে ৩৩ রানে হারিয়ে লিগ শিরোপা জয়ের উৎসব করেছে বেনাপোল ক্রিকেট একাডেমি।
চৌগাছা পুরো ২৫ ওভার খেললেও ১৩ ওভার ৫ বলে ৫৫ রানে চার উইকেট হারানোর পর জয়ের সম্ভবনা ক্ষীণ হয়ে যায়। যদিও চৌগাছার শেষ ভরসা হিসেবে ক্রিজে ছিলেন সোহাগ। দলীয় শতক থেকে ৮ রান দূরে থাকতে সোহাগ সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় চৌগাছার জয়ের সম্ভবনা। তবে এরপরও পাল্টা আক্রমণ শুরু করেন পার্বন, সোহেল রানা ও সোহান। শেষ পর্যন্ত জয়ের ব্যবধান কমানো ছাড়া কোন কাজে আসেনি তাদের ইনিংস গুলো। শেষ দিকে নেমে সোহান ১৩ বলে সমান তিনটি চার-ছয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন। এরপাশে সোহেল রানা ১১ বলে ২টি চার ও ১টি ছয়ে ১৯, পার্বন ২৫ বলে ১টি চার ও ৩ ছয়ে ৩০ ও সোহেল ৪৮ বলে ১ চারে ২৮ রান করেন।
বল হাতে বেনাপোল ক্রিকেট একাডেমির ফাহিম, ইনামুল ও রানা বাবু ২টি করে উইকেট দখল করেন। অপর উইকেটটি নেন মুন। এর আগে টস জিতে বেনাপোল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাট করতে নেমে সিনের বোলিং তোপে পড়ে ১৪ রানে দুই উইকেট হারিয়ে বসে বন্দর নগরীর দলটি। এরপর উইকেট কিপার সাব্বিরকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে কাজ হাত দেন দলীয় অধিনায়ক রনি। দুজনে জুটিতে যোগ করেন ৯৩ রান। সাব্বির ৩৭ বলে ৩টি চার ও এক ছয়ে ৩৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে এই জুটি। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন রনি। ৪০ বলে ফিফটি করার পরই ব্যাট হাতে ঝড় তোলে রনি। পরের ২০ বলে করেন ৩৯ রান। যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে রনি যখন সিনের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তখন তার রান ছিল ৮৯। ৯৮ মিনিট ক্রিজে থেকে রনি মারেন ১০টি চার ও ২টি ছয়ে। শেষ দিকে ফাহিমের ৯ বলে দুই ছয়ে ১৯ রানে প্রায় দুইশোর কাছাকাছি সংগ্রহ পায় বেনাপোল।
চৌগাছার বল হাতে সিন ২৭ রানে ৩টি, লিমন, কাজল ও রাহুল একটি উইকেট দখল করেন।