নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার বিকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসে, সারসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরবরাহ নিশ্চিত করা, ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আগ্রাসীযুদ্ধ তথা তৃতীয় বিশ^যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওড়াচ্ছে তখন সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছরব্যাপী অগ্নিমূল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন বিপর্যস্ত। শতভাগ বিদ্যুতায়নের দেশে শীতকালেও ঘন ঘন লোডশেডিং কৃষি-শিল্প উৎপাদন ও জনজীবনকে বিপর্যস্ত করছে। সরকারের বিদ্যুৎ উন্নয়নের সেøাগান সত্ত্বেও তাদের নির্ধারিত নবায়ন যোগ্য জ্বালানী (সৌর, বায়ু ও জলবিদ্যুৎ প্রকল্প)’র মোট উৎপাদনের ১০% লক্ষ্যে ১ভাগও বাস্তবায়ন করেনি। দেশীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলন, কয়লার ব্যবহার না করে বিদেশ থেকে চড়ামূল্যে এলপিজি-এলএনজি-তেল আমদানি করেছে। একই সাথে তেল চালিত রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। বিদ্যুৎ সেক্টরে লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করে ইউক্রেনযুদ্ধকে সামনে এনে জনগণ ও দেশীয় উৎপাদনসহ ব্যবসা-বাণিজ্যকে চরম সঙ্কটের মধ্যে ফেলেছে।
ভারপ্রাপ্ত সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে যে উত্তেজনা বিরাজ করছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা, স্ব-স্ব লক্ষ্যে স্বীয় দালালদের ক্ষমতায় আনা এবং আগ্রাসীযুদ্ধে সম্পৃক্ত করা। সাম্রাজ্যবাদের দালালরা এই প্রকৃত সত্যকে আড়াল করে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র-চক্রান্ত বাস্তবায়ন করে চলেছে।