সংবাদ বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্য কমানোসহ নানা দাবিতে মঙ্গলবার যশোর শহরে গণতান্ত্রিক ফ্রন্ট বিক্ষোভ করে। পাইপপট্টি মোড় থেকে প্রচার মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির উদ্যোগে মিছিলোত্তর পথসভায় নবনির্বাচিত জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সহ-সভাপতি সমীরণ বিশ্বাস। পরিচালনা করে জেলার সহ-সম্পাদক কামরুল হক লিকু।
প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান সভার দাবি নিয়ে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন উর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি ও জনজীবনের অন্যান্য সঙ্কটে সাধারণ মানুষ দিশেহারা। সরকার ও শোষকগোষ্ঠি জনজীবনের সমস্যাকে পাশ কাটিয়ে ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য খেয়োখেয়ি-কামড়াকামড়িতে ব্যস্ত। ধারাবাহিক লুটপাটের জন্য অর্থনীতিতে অশনি সংকেত দিচ্ছে। সা¤্রাজ্যবাদের দালাল সরকার প্রধানও লুটপাটের চিত্র আড়াল করতে ক্ষমতার খেয়োখেয়িতে আগামীতে দুর্ভিক্ষের কথা বলে নিজের দায়কে পাশ কাটাতে চাইছে। শোষকগোষ্ঠির ক্ষমতার পালা বদলে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আসতে পারে না। প্রয়োজন জনজীবন ও জাতীয় জীবনের জরুরি দাবির আন্দোলনকে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান সভার দাবিতে পরিণত করা।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে দুই মাসের অধিক সময় ধরে গাজা উপত্যকায় প্যালেস্টাইনের সশস্ত্র যোদ্ধা হামাসকে নির্মূল করার লক্ষ্যে ইসরাইলের নেতানিয়াহু সরকারের সর্বাত্মক যুদ্ধের নামে গণহত্যা ও ব্যাপক ধ্বংসলীলা চালানো। ইসরাইলের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ হাজার হাজার নারী-শিশু-বৃদ্ধ ও নিরীহ গাজাবাসী গণহত্যার শিকার হয়। একক পরাশক্তি মার্কিন সা¤্রাজ্যবাদ ও তার পাশ্চাত্যের মিত্ররা ইসরাইলকে রক্ষায় সর্বাত্মক সমর্থন দিয়ে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলে। ইউরোপও ইসরাইল সরকারের পক্ষ নিয়ে হামাস তথা প্যালেস্টাইনী জনগণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে।