কল্যাণ ডেস্ক
ময়মনসিংহ সদর উপজেলায় একটি ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোষ্টা পশ্চিমপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। নিহত ওই নারীর নাম মৌসুমী আক্তার (২৫)। তাঁর স্বামী সুজন হাসান নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে গোষ্টা পশ্চিমপাড়া গ্রামের একটি ধানখেতে মৌসুমী আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, মৌসুমী আক্তারের স্বামী সুজন হাসান বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭
২ Comments
Pingback: যশোরের ব্যাংকগুলোতে চেক লেনদেন কমেছে
Pingback: অনলাইনে মেয়ে সেজে প্রবাসীদের অর্থ হাতিয়ে নিত চক্রটি