নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে অটো রাইস মিলের শ্রমিক মিসকাত হোসেনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোঁকা গ্রামের কৃষক আইয়ুব আলী স্থানীয় ঈদগাহ সংলগ্ন খেতে পাকা ধান কাটকে গিয়ে নিজের খেতে যুবকের লাশ দেখে চিৎকার দেন। এরপর স্থানীয়রা ঝাঁপা ক্যাম্প পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত মিসকাত হোসেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি চার থেকে পাঁচ বছর ধরে যশোরের একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার বলেন, লাশের বাম কানের নিচে ও বুকে ক্ষত চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশ ধান খেতে ফেলে গেছে।
এসআই সঞ্জিত বলেন, প্রথমে লাশে পরিচয় জানা যায়নি। পরে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় পেয়েছি। মিসকাত পাবনা থেকে এই অঞ্চলে এসে দিনমজুরির কাজ করতেন।
স্থানীয় জোঁকা ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জোঁকা গ্রামের আইয়ুব আলী দীঘিরপাড়-জোঁকা পাকা সড়কের পাশে নিজের জমিতে পাকা ধান কাটতে যান। এরপর জমিতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় আনিছুর রহমান বলেন, লোকটিকে রাস্তার পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধান খেতের মাঝখানে রাখা হয়েছে। ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধান গাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তারা আর ধান গাছে কাঁচি দেননি।
নিহত মিসকাতের ছোটভাই এরশাদ আলী বলেন, আমার ভাই চার থেকে পাঁচ বছর ধরে যশোরে একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ৮ দিন আগে ভাই বাড়ি থেকে কর্মস্থলে গেছেন। বুধবার রাত ৮টার দিকে ভাই তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। ফোনে ভাই জানিয়েছিলেন তারা ৬ জনে মিলে একসাথে অন্য এলাকায় ধান আনতে যাচ্ছেন। রাত ১০টায় বাসায় ফিরে তিনি স্ত্রীর সাথে ফোনে কথা বলতে চেয়েছিলেন। এরপর থেকে ভাইয়ের মোবাইল বন্ধ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ভাইয়ের লাশ পাওয়া গেছে।
এরশাদ আলী বলেন, আমরা ভেবেছি ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে শুনতেছি তাকে খুন করা হয়েছে। যেই ৬ জনের সাথে ভাই ধান আনতে বেরিয়েছিল তারা বলতে পারবে ভাই কিভাবে খুন হয়েছে।