ঢাকা অফিস: ঢাকা জেলার ধামরাই উপজেলার একটি বাসায় অগ্নিদগ্ধ হয়েছে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
অগ্নিদগ্ধ পাঁচজন হলেন জোসনা আক্তার (২৫), মনজুরুল ইসলাম (৩২), সাদিয়া আক্তার (১৮), হোসনে আরা (২০) ও মরিয়ম (১৮ মাস)। মনজুরুল ইসলামের প্রতিবেশী মো. সুফিয়ান প্রথম আলোকে বলেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রান্নাঘরে আগুন ধরাতে গেলে হঠাৎ সেখানে আগুন ধরে যায়।
তবে ধামরাই থানার এসআই রবিউল ইসলাম বলেন, ধামরাইয়ের ইসলামপুরের বাসায় আগুনে একই পরিবারের পাঁচজন কীভাবে অগ্নিদগ্ধ হলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক এস এম আয়ুব হোসেন প্রথম আলোকে বলেন, ধামরাই থেকে আসা মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী জোসনা আক্তারের পুড়েছে ৪০ শতাংশ । আর সাদিয়া আক্তারের পুড়েছে ৭৫ শতাংশ। এ ছাড়া হোসনে আরার পুড়েছে ২৫ শতাংশ। আর মরিয়মের পুড়েছে ১৫ শতাংশ।
আরও পড়ুন: তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
১ Comment
Pingback: হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, শিশুসহ নিহত ৫ - Dainikkalyan