নড়াইল প্রতিনিধি
নড়াইলের ইছামতি বিলে সরকারি খাল ও হালট দখল করে মাছের ঘের তৈরি করার অভিযোগ উঠেছে। জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের প্রভাবশালী আব্দুল সালাম শিকদার, বাবু মিয়াসহ ৪জনের বিরুদ্ধে সরকারি খাল ও হালট দখল করে মাছের ঘের করার অভিযোগ পাওয়া গেছে। হালট দখল করায় লাহুড়িয়া, নলদী, মিঠাপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কৃষকদের বিল ইছামতিতে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া সরকারি খাল দখল করায় স্থানীয় মৎস্যজীবীরা মাছ চাষে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবৈধ দখলকারীদের উচ্ছেদপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার লোকজন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, লাহুড়িয়া গ্রামের প্রভাবশালী আব্দুল সালাম শিকদার, বাবু মিয়াসহ চারব্যক্তি প্রভাব খাটিয়ে বিল ইছামতির ৩নং সিটের ৩১৭৯ দাগে সরকারি খাল ও হালট জোর দখল করে মাছের ঘের করায় এলাকার কৃষকদের সেচকাজে বাধাসহ মৎস্যজীবীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
সরকারি খাল ও হালট দখল করে মাছের ঘের তৈরি করার অভিযোগ অস্বীকার করে আব্দুল সালাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। গ্রামের প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষু করতে বানোয়াট কথা ছড়াচ্ছে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার মিঠুন মৈত্র জানান, অবৈধভাবে সরকারি খাল কিংবা হালট দখল করে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
