নড়াইল প্রতিনিধি
নড়াইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী হাসানুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার ভোররাতে পৌরসভার মাছিমদিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
ডাকাতরা বাড়ির মালিকসহ তার পরিবারের লোকজনকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ অর্থ স্বর্ণসহ দুটি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।
এদিন ভোররাতে ১০ থেকে ১২ জনের মুখোশধারী একটি ডাকাতদল বাড়ির নিচে গ্রিল কেটে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, লাইসেন্স করা একটি বন্দুক ও তার ৫০ রাউন্ড গুলি, একটি পিস্তল ও তার ২৯ রাউন্ড গুলিসহ অন্যান্য মালামাল লুটে নেয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। ডাকাত দল যাওয়ার সময় বাড়ির সি সি ক্যামেরার ডিভাইসটি নিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এম কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি অচিরেই ডাকাতরা আইনের আওতায় আসবে।