নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনবার পেট্রলবোমা নিক্ষেপ করার ঘটনার তিনদিন পার হলেও পুলিশ জড়িত কাউকে আটক করতে পারেনি। এই ঘটনায় সংগঠনটি থানায় অভিযোগ বা মামলা করেনি। ঘটনাটি পরিকল্পিত দাবি করে পুলিশ বলছে, আয়োজকদের বিব্রত করার উদ্দেশ্য ঘটনাটি ঘটানো হয়েছে। তথাকথিত পেট্রলবোমা-নাশকতা বা উগ্রবাদী হামলা না। এদিকে, হামলাকারীদের জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবিতে যশোরে মানববন্ধন করেছে উদীচী।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা দৈনিক কল্যাণকে বলেন, ‘কেন জানি এই ঘটনাটি আপনারা (সাংবাদিক) বড় করে দেখছেন। এই অনুষ্ঠানটি ব্যক্তি আক্রোশে প- করার জন্য আয়োজকদের বিব্রত করার উদ্দেশ্য ঘটানো হয়েছে। তথাকথিত পেট্রলবোমা-নাশকতা কার্যক্রম হিসাবে দেখছি না। আর এমনটি না বলেই আয়োজকরা এখনো কোন অভিযোগ বা মামলা করেনি। তার পরেও পুলিশ এর ভিতরে ঢুকে ষড়যন্ত্র আছে কিনা তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা সংগঠনের অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে ব্যক্তি আক্রোশে কেউ ঘটাতে পারে।
উদীচীর বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা বি এম বরকত উল্লাহ বলেন, ‘আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুষ্ঠান চলাকালে দুবার এবং অনুষ্ঠানের শেষে আরেকবার পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় অনুষ্ঠানে ঢাকা থেকে আসা বাউলশিল্পীরাও উপস্থিত ছিলেন। এ পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অনুমতি বাতিল করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ নিজেদের রক্ষা করতে এমন মন্তব্য করছে। পুলিশ তো এখনো কাউকে আটক ও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি। পুলিশ বাদী হয়ে মামলা করুক। করে এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতার করুক।
গত শনিবার রাতে নড়াইলের বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে মঞ্চে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। কালিয়া উপজেলার বড়দিয়ায় শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। দুটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে, মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে উদীচী যশোরের সহসভাপতি আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্র্র্মূল কমিটি যশোরের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমি যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহাবুবুর রহমান মজনু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, উদীচী যশোরের সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান, ছড়াকার ও সাংবাদিক রিমন খান, সাংবাদিক প্রণব দাস প্রমুখ।