নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলায় দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে মেলা প্রাঙ্গনে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।
আরও পড়ুন: দুই দশকের শিরোপা খরা কাটবে ব্রাজিলের?