নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়ির সামনে খেলার মাঠ ও যাতায়াতের রাস্তার পরে অবৈধভাবে বালির ব্যবসা করছেন বিপ্লব মোল্লা। রোববার সরজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী সরকারি বয়েজ স্কুলের খেলার মাঠের উত্তর পাশে এমপি মাশরাফির বাড়ির সামনের যাতায়াতের রাস্তাসহ মাঠের একাংশ জুড়ে বালি ফেলে সাইনবোর্ড লাগিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি রমরমা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। এতে করে যাতায়াতের রাস্তার পরে বালি ফেলায় যেমন জনসাধারণের চলাচলসহ শিশুদের খেলাধুলা বাঁধাগ্রস্ত হচ্ছে।
বালি ব্যবসায়ী বিপ্লব বলেন, এটা সরকারি জায়গা আমি বালি ফেলে সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করছি এমনি এমনি না। সবকিছু ম্যানেজ করেই আটঘাট বেঁধে করছি। কারো অনুমতি বা নির্দেশ নেয়ার দরকার হয়নি।
স্থানীয় একব্যক্তি জানান, এই মাঠে আমাদের এমপি মাশরাফি অনুশীলন করেই আজ তিনি সারাবিশ্বের কাছে স্টার। যে কারণে মাঠটি বাচ্চাদের খুব প্রিয়। ছেলে মেয়েরা খেলতে আসে, দেখতে আসে। এমনকি এ মাঠের উত্তর পাশে রয়েছে পরপর দুইটি শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান দুটি থেকেও শত শত ছেলে মেয়েরা খেলাধুলা করে।
১ Comment
Pingback: হরিহর নদের ১৫৬ স্থানে দখলদারদের থাবা