সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের চাঁদাবাজি হীন পেনশনের দাবিতে ও দ্রব্যমূল্য অর্ধ্ব গতির বিরুদ্ধে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল কোর্ট চত্বরের সামনে থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক জেলা জাতীয় পার্টির নেতা সাথী তালুকদারের সঞ্চালনায় মিছিল সহকারে শহরের মেন মেন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ বাজারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সাখার সভাপতি সম্পাদক,সাবেক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস কাউন্সিলর স্বপনা সেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সাখার বিভিন্ন ইউনিটের নতা কর্মী বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি এবং ইজিবাইক চালক শ্রমিকরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।