নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন মুসা সদর উপজেলার দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে। তিনি ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের চালক ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে ছিলেন পরিবহন চালক মুসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি মো. সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।