নড়াইল প্রতিনিধি
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পল্লিচিকিৎসকের হাত ও পা নির্মমভাবে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ মে) সকালে নৃশংস এ ঘটনা ঘটে নড়াগাতী থানার তেলীডাঙ্গা গ্রামে। আহত ওই চিকিৎসকের নাম আমিনুল ইসলাম (৩০)।
আমিনুলের ভাতিজা নাদিম খাকী জানান, আধিপত্য বিস্তার নিয়ে তেলীডাঙ্গা গ্রামের গফ্ফার শেখ পক্ষ ও আহাদুর খাকী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গফ্ফার শেখের নেতৃত্বে জামাল গাজী, আজমল শেখ, রিয়াজ শেখ, ইমরুলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দুই হাত-পা ভেঙে দেয়। তার চিৎকারে স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শামিমুর রহমান জানান, আমিনুলের হাতে-পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ অধিকারী জানান, পল্লিচিকিৎসক আমিনুল ইসলাম মাউলী ইউনিয়নের তেলীডাঙ্গা গ্রামের আব্দুর রহমান খাকীর ছেলে। সকালে তিনি হামলার শিকার হন।
তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা বলে জানতে পেরেছি। স্বজনরা আমিনুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, সহিংস ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 
									 
					