নিজস্ব প্রতিবেদক
নড়াইলে মনিকা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনাসভা, শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা ও আবৃত্তি এ্যাপসের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মোল্যা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মনিকা একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কথাশিল্পী সবুজ সুলতানার পরিচালনায় ও মনিকা একাডেমির আবৃত্তি উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখজাদী নঈমা জব্বারী বনানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াগাতী মহাবিদ্যালয়ের প্রভাষক ও কনফিডেন্স আইটি ইনস্টিটিউটের পরিচালক আল আমিন হোসেন, আবৃত্তি এ্যাপসের উদ্যোক্তা আবৃত্তিশিল্পী মোছাব্বির হোসেন মোরাদ, মনিকা একাডেমির অভিভাবক সদস্য ও সহকারী শিক্ষিকা ফাতেমা খানম পলি এবং চিলড্রেন ভয়েস স্কুলের সহকারী শিক্ষিকা শাবানা আজমী প্রমুখ।
মনিকা একাডেমির আয়োজনে শহরের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৩০ শিশু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনাসভা শেষে প্রতিযোগিতার ২টি শাখায় বিজয়ী ৬ জন শিশুকে পুরস্কার হিসাবে শিশুতোষ গল্পের বই দেওয়া হয়।