নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবারপুর নিধি খোলা গ্রামে শয়ন শেখ (১৩) হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের প্রধান সড়কের উপর কয়েক হাজার লোক সমবেত হয়ে শয়ন শেখ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা শিমুল মোল্লা, হিমায়েত ফকির, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান মৃধা, নিহতের পিতা নাজমুল, চাচা ইমাদুল, নিহতের ভাই সৌরভ, ডাক্তার জিয়াউর রহমান, স্থানীয় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে নিহত শয়ন শেখের পিতা নাজমুল শেখ কন্না ভারাক্রান্ত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন ও দোষীদের ফাঁসির দাবি করেন।
বিল নিধি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান মৃধা বলেন, শয়ন শেখ আমার স্কুলে পড়াশোনা করত। গত কয়েক বছর পড়াশুনা বাদ দিয়ে বাবার সংসারের হাল ধরতে বিভিন্ন লোকের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। তাকে যারা হত্যা করেছে আমি তাদের সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।
মামলার আইও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় এ ঘটনার অভিযুক্ত আসামি স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মাদক সম্রাট একাধিক মামলার আসামি উজ্বল খাঁকে গতকাল সকালে পুলিশ ও পিবিআই’র যৌথ অভিযানে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত ২০ জুলাই বৃহস্পতিবার নিধি খোলা গ্রামের ১৩ বছরের শিশু শয়ন নিখোঁজ হয়ে। পরদিন পার্শবর্তী বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারই ধারাবাহিকতায় পুলিশ, পিবিআই ও র্যাবের যৌথ অভিযান শুরু হয়।