নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর বাঁশগ্রাম ইউনিয়নের সম্ভুডাঙ্গা গ্রামের সুজনের ১৩ বছরের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে অপহরণকরী চিলগাছা রঘুনাথপুর গ্রামের মাদক কারবারি পুলিশের হাতে ক্রসফায়ারে নিহত ঘোলা মোস্তর ছেলে শাকিলসহ তার সহযোগীদের আইনি প্রক্রিয়ায় বিচারের দাবিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার সকাল সাড়ে দশটায় সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লার টোপ আইডিয়াল কলেজ, বি বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবিএস দাখিল মাদ্রাসা ও বল্লার টোপ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান সড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এমএম সাইদুর রহমান, আবুল বাশার, দেদার মাহমুদ তুষার, বল্লার টোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুর রহমাত উল্লাহ, বি বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা শাহিদা, লিলি ওয়াকিউজ্জামান, বিবিএস দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
বি বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মনুর সার্বিক সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন, বল্লার টোপ কলেজের প্রিন্সিপাল এমএম সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমত উল্লাহ, নাজমা আক্তার শাহিদাসহ আরও অনেকে।
বক্তারা মামলার প্রধান আসামি শাকিলসহ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।