নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হেনা পারভীন।
‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে জেলার (মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। ২০১০ সালে তিনি অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে যোগদান করেন।
শ্রেণিকক্ষে চমৎকার পাঠদান এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করার পাশাপাশি তিনি বিদ্যালয়ের সৃংস্কৃতি বিষয়ক কমটির আহবায়ক এবং শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
একই সাথে তিনি একজন কবি ও লেখক। তার রচিত অনেক কবিতা ও গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সক্রিয় সদস্য। তার রচিত তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। একটি একক কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে।
এদিকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন লোহাগড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া, বিদ্যালয় সভাপতি মতিয়ার রহমান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।