নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌর এলাকার একটি বসতবাড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার দক্ষিণ নড়াইল এলাকার ওই বাড়িতে সদর থানা-পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বাড়ির মালিক এহসান হাবিব তুফান। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আজ বৃহস্পতিবার সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ওবাইদুর রহমান ও ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামে তুফান কাউন্সিলরের বাড়ি থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এহসান হাবিব তুফান বাড়ি থেকে পালিয়ে যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বলেন, সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।