খুলনা ব্যুরো
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাই সরকারের উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নতিতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণসহ নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
সিটি মেয়র মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম মোর্শেদ আহেম্মদ মনির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।