ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে নীরবে লড়ে যাচ্ছেন রোহিত শর্মা। আইপিএলে চোট মানিয়ে খেলছেন। ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে নামছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুধু ব্যাটিংটাই করছেন দ্য হিটম্যান। বিষয়টি নিয়ে প্রশ্নও উঠেছে, ‘রোহিত কি তবে ফিট নন—আনফিট খেলোয়াড় কোন কারণে দলে?’
ফ্র্যাঞ্চাইজিটির কোচ মাহেলা জয়বর্ধনে দিয়েছেন সরাসরি উত্তর। মুম্বাইয়ের লঙ্কান কোচ বলেছেন, ‘রোহিতের সামান্য চোট আছে। তবে আইপিএলের শুরু থেকেই নয়।’ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে জয়বর্ধনে বলেন, ‘শুরুতে চোট ছিল না। বেশ কয়েকটা ম্যাচে রোহিত মাঠে ছিল।’
আইপিএল শুরুর দিকে রোহিতকে নিয়ে কথা চড়েছিল। কেন তিনি শুধু ব্যাটিং করছেন তা নিয়েও সমালোচনা চড়েছিল। তারউপর রোহিতের ব্যাটে ছিল না রান। সবমিলিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন দলের সাবেক অধিনায়ক। সেই হিটম্যান হঠাৎই ফর্ম ফিরে পান। ১০ ইনিংসে করেন ২৯৩ রান। তবে রোহিত এখনও পুরোপুরি ফিট নন। কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রোহিত ওর চোটের চিকিৎসা করে চলেছে।’
চোটের কারণেই রোহিতের ওপর বেশি চাপ ফেলতে চায় না মুম্বাই। তাই হিটম্যান শুধু ব্যাটিং করেন। জয়বর্ধনে বলেছেন, ‘ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা রোহিতকে কেবল ব্যাটিং করার উপরেই নজর দিতে বলেছি।’
আইপিএল শেষেই ভারত যাবে ইংল্যান্ডে। সেখানে পাঁচ টেস্টের দলে অধিনায়ক হিসেবে থাকার কথা রোহিতের। জয়বর্ধনের চোট নিয়ে বোমা ফাটানোর পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বসতে পারে ভারতের ক্রিকেট বোর্ড। যদিও রোহিত আগেভাগেই বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, চোট ও মানসিক অবস্থার কথা ভেবে তিনি ইংলিশ সফরে যেতে চাননি। এখন দেখার এই চোট ইস্যু নিয়ে কতটা জলঘোলা হয়!
আরও পড়ুন: দুর্দান্ত কাম ব্যাকের গল্প লিখে ফাইনালে ছয় নম্বর ওয়ার্ড
