নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার, ছন্দের প্রবর্তক ও সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী কাল। এ উপলক্ষে কবির জন্মভূমি যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। প্রতিদিন দুপুর থেকে রাত অবধি মধুমঞ্চে চলবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও যাত্রাপালা। এদিকে, করোনা মহামারির কারণে তিন বছর পর মধুমেলা শুরু হওয়ায় মধুপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তাই মেলাকে স্বার্থক করতে আয়োজক কমিটি ব্যস্ত সময় কাটাচ্ছে। দেশিবিদেশি পর্যটনসহ দর্শণার্থীদের আকর্ষণ করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
গতকাল সরেজমিনে দেখা গেছে, কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার জন্য রং তুলির পরশ বুলাতে ব্যস্ত সময় পার করছে শিল্পী ও পরিচ্ছন্ন কর্মীরা। আর মধুমেলাকে ঘিরে মধুমঞ্চ এলাকায় চলছে মঞ্চ সাজসজ্জার কাজ। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন দোকানিরাও ক্রেতাদের আকৃষ্ট করতে নিজ নিজ দোকানও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মধুমেলাকে ঘিরে সার্কাস, যাদু প্রদশর্নী, কৃষিমেলা, মৃত্যুকূপ, কুটিশিল্প, নাগোরদোলা, বিচিত্রা অনুষ্ঠানসহ নানা রকমের পসরা বসেছে। সংশ্লিষ্টরা বলছে নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণে থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত।
আরও পড়ুন: বোরোর অপরিকল্পিত পানি উঠানোর প্রভাব ভূগর্ভস্তরে
টাঙ্গাইল থেকে আসা দুজন মনিহানি দোকানি বলেন, প্রতিবছরই তারা মেলায় দোকান দেন। করোনার কারণে গেল তিন বছর কোন মেলা হয়নি। এবার মেলা হওয়ায় তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছেন। তারা প্রত্যাশা করছেন যেহেতু গেল তিন বছর মেলা হয়নি। তাই মেলাকে ঘীরে মানুষে আগ্রহ বেশি। তাই এবার অন্যবারের চেয়ে লোকসমাগম হবে। একই সাথে আমাদের বেচাবিক্রিও হবে। সাতক্ষীরা থেকে আসা কয়েকজন মনিহারি ব্যবসায়ী জানান, ‘এবার স্টলের জায়গা বরাদ্দের দাম অনেক বেশি। সেই পরিমাণ বেচাকেনা হবে কিনা জানি না। ছোট্ট পরিসরে দোকানদের জায়গার দাম কম করার দাবি জানান। ভাই ভাই নাগোরদোলা সত্ত্বাধিকারী তসলিম উদ্দিন বলেন, এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেলা শুরুর আগে স্টল বরাদ্দ বিষয়ে উপজেলা প্রশাসন নিলামের মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। নিঃসন্দেহ এটা ভালো উদ্যোগ। এর কারণে মেলায় চাঁদাবাজি বন্ধ হবে।
সাগরদাঁড়ী মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী মধুমেলা হচ্ছে। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি মধুপল্লীর শোভাবর্ধনের জন্য। অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, মেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় শিশুসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নানান রাইডার রাখা হয়েছে।
বিভিন্ন সময়ে মেলাকে ঘিরে অশ্লীল বিনোদন কেউ যাতে না করতে পারে সেই কারণে মনিটারিং টিম করা হয়েছে। পাশাপাশি ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মেলার সার্বিক আয়োজন পরিদর্শনে যান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত। এসময় তিনি সাংবাদিকদের বলেন, তিন বছর পর মধুমেলা শুরু হচ্ছে এবার। তাই কবি ভক্তদের আনাগোনা ও পর্যটকদের উপস্থিতি বেশি থাকবে বলে আমরা আশা করছি। আর সেই কারণে নানা আয়োজন রয়েছে এবার। প্রতিদিন দুপুর থেকে রাত অবধি মধুমঞ্চে চলবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও যাত্রাপালা।
আরও পড়ুন: প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকার মৃত্যু, পুলিশ হেফাজতে