নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলা স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ফুল, ডায়েরি, ক্যালেন্ডার দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের নবীব শিক্ষার্থীদের বরণ করে নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে, গেয়ে আনন্দে মেতে ওঠে।
উভয় স্কুলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা ও জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
জেলা প্রশাসক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ও ডায়েরির মোড়ক উন্মোচন করেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, নব কিশোলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানাসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জিলা স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল ও একাডেমিক ক্যালেন্ডার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির ছাত্র রুদ্র রায় ও নতুন ভর্তিকৃত ছাত্র ঋদ্ভিক রায়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, লক্ষণ কুমার বিশ্বাস, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন।
