কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি শিশু শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে স্কুলের শ্রেণি কক্ষে শিশুদের বরণ করা হয়। শিশু বরণ উপলক্ষে বেলুন দিয়ে নান্দনিকভাবে সাজানো হয় প্রাক প্রাথমিকের শ্রেণি কক্ষটি। এসময় শিক্ষকরা ফুল, বেলুন, চকলেটসহ শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নেন।
এসময় স্কুলের সভাপতি আহসান কবির, প্রধান শিক্ষক তবিবুর রহমান, সহকারী শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান শিক্ষক বলেন, আনন্দহীন শিক্ষা কোন কাজে আসে না। তাই আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে শিশুদের আনন্দের মাধ্যমে পাঠদান করে থাকি। যাতে করে শিক্ষকদের প্রতি শিশুদের আর কোন ভয় না থাকে।