দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর হাতে গড়া প্রতিষ্ঠান ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন’র কার্যকরী পরিষদ গঠন নিয়ে ৮ জুলাই নলতা শরীফ শাহী জামে মসজিদে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এডহক কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় এডহক কমিটির মেয়াদ বাদ দিয়ে আগামী দেড় বছরের জন্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের সভাপতি করে পূর্বে প্রস্তুতকৃত খসড়ায় ৩০ এর স্থলে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের নামের তালিকা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হকের পক্ষে উপস্থাপন করেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা শফিকুল ইসলাম।
কমিটির খসড়া পেশের পর সভায় পাশ হওয়া নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি), সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা (সহ-সভাপতি), কাজী রফিকুল আলম, ঢাকা (সহ-সভাপতি), এএইচএম মাহফুজুল হক, নলতা শরীফ/ঢাকা (সহ-সভাপতি), শিক্ষক সাইদুর রহমান, নলতা শরীফ (সহ-সভাপতি) ও শফিকুল ইসলাম, হবিগঞ্জ (সহ-সভাপতি)।
প্রকৌশলী ড. কাজী আলী আযম, অস্ট্রেলিয়া প্রবাসী/ঢাকা (সাধারণ সম্পাদক), ডা. নজরুল ইসলাম, সখীপুর (যুগ্ম-সম্পাদক) ও চৌধুরী আমজাদ হোসেন, পাইকাড়া, নলতা (যুগ্ম-সম্পাদক), মালেকুজ্জামান, নলতা শরীফ (সহ-সম্পাদক) ও রফিকুল ইসলাম বাচ্চু, নলতা শরীফ/ঢাকা (সহ-সম্পাদক), প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নলতা চৌমোহনী (কোষাধ্যক্ষ) এবং নির্বাহী সদস্যগণ হলেন, পদাধিকার বলে নলতা পাক রওজা শরীফের খাদেম মৌ. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউনুছ (নলতা শরীফ), শফিকুল হুদা, নলতা শরীফ (পীর বাড়ী), শিক্ষক মুজিবর রহমান (চন্ডীপুর, দেবহাটা), আসাদুজ্জামান (পারুলিয়া), শফিকুল আনোয়ার রঞ্জু (নলতা শরীফ টাউনপাড়া), ইকবাল মাসুদ (সখীপুর/ঢাকা), আনিছুজ্জামান খোকন (নলতা শরীফ), তারিকুল ইসলাম (নলতা শরীফ টাউনপাড়া), আবুল ফজল (নলতা শরীফ), অধ্যক্ষ তোফায়েল আহমেদ (নলতা শরীফ টাউনপাড়া), আলমগীর খান (ঢাকা), নাসিরুল আলম (গাজীপুর), মোক্তারুল হক বুলবুল (পীর বাড়ি), খায়রুল হাসান (পীর বাড়ি), আইটি বিশেষজ্ঞ এহছানুল হক (পীর বাড়ি/আমেরিকা প্রবাসী), একরামুল রেজা (পীর বাড়ী), একরামুল হক (মাঘরী, দেবহাটা), আনোয়ারুল ইসলাম (মাটিকোমরা, দেবহাটা), খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক (নলতা শরীফ/ ঢাকা) এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদ্য প্রয়াত সভাপতি মুহাম্মদ সেলিমউল্লাহ পুত্র এনাম মল্লিক (ঢাকা)।
